About Me

My Photo
Mirpur, Dhaka, Bangladesh
Email:- aktar888@gmail.com aktar888@yahoo.com Mobile Number:01717521528 My blog:- http://aktar888.blogspot.com http://helpline365.blogspot.com http://aktarbd.blogspot.com

Sample text

Monday, December 31, 2012

স্বামী-স্ত্রীর ঝগড়া


বেশ খানিকক্ষণ ধরে ঝগড়া চলছে স্বামী-স্ত্রীর মধ্যে। খানিকটা বিরতি নিয়ে আবার শুরু হলো,

স্ত্রী- তোমার মত একটা মানুষকে বিয়ে করাই আমার ভুল হয়েছে।
স্বামী- হ্যাঁ! বিয়ের আগে তো ধেই ধেই করে নাচতে নাচতে এসে বলেছিলে, 'ওগো! তোমাকে ছাড়া আমি বাঁচবো না। চলো বিয়ে করি।'
স্ত্রী- কি! আমি ধেই ধেই করে নাচতে নাচতে এসে বলেছিলাম! এমন বাজে কথা তুমি বলতে পারলে! :@
স্বামী- এটা বাজে কথা না। সত্য কথা বলেছি। সত্য কথা শুনতে খারাপই লাগে। :|
স্ত্রী- ছি! আমি ভাবতেও পারি নি তুমি এতো নোংরা মনের মানুষ! আগে জানলে জীবনে তোমার ছায়াও মাড়াতাম না। আমি এক্ষুণি যাচ্ছি তোমার সংসার ছেড়ে।

ঠিক এই সময়েই কলিং বেল বাজালো। স্ত্রী দরজা খুলে দেখলেন পাশের বাসার গৃহকর্ত্রী এসেছেন।

প্রতিবেশিনী- ভাবি কি হয়েছে? ঝগড়া হচ্ছে মনে হলো? পরে আসবো?
স্ত্রী- আরে না না! আসুন আসুন। এই আর কি! সংসার করলে একটু তো গলা চড়াতে হয় জানেনই তো! :)
প্রতিবেশিনী- হ্যাঁ তা তো বটেই!
কথা বলতে বলতে দুজনে চলে গেলো রান্নঘরের দিকে।

স্বামী ফোন বের করে কল দিলো বন্ধুকে, 'দোস্ত! একটা ব্যাড নিউজ!'
বন্ধু- কি ব্যাড নিউজ রে!?
স্বামী-কালকে আমার বাসার পার্টিটা ক্যানসেল।
বন্ধু- কেন? :o
স্বামী- আরে অনেক কষ্টে ঝগড়াটা জমিয়ে এনে বউকে রেডি করিয়েই ফেলেছিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু সেই সময়ে পাশের বাসার ভাবীটা এসে সব কেঁচে দিলো! :/

No comments:

Post a Comment

 
Live MeccaLive Blogger Tricks