skip to main |
skip to sidebar
তাড়াশ উপজেলা পরিষদ
উপজেলা পরিষদ তাড়াশ
১৯৮৪ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে নতুন ৪২০ টি উপজেলা
প্রতিষ্ঠিত হয়। তাড়াশ তার মধ্যে অন্যতম। উপজেলা সদরের প্রাণকেন্দ্রে তাড়াশ
উপজেলা পরিষদ কমপ্লেক্স অবস্থিত। উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত বেশিরভাগ
দপ্তর এই কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। এর প্রাকৃতিক দৃশ্য মনোরম।
কমপ্লেক্সের চারদিকে চারটি বৃহত পুকুর রয়েছে। আরো রয়েছে প্রচুর গাছপালা। ইউ
আকৃতির দ্বিতল দুইটি ভবন, পুরাতন কোর্ট বিল্ডিং, উপজেলা নির্বাহী অফিসারের
বাসভবন, উপজেলা কোয়ার্টার নিয়ে সম্পুর্ন কমপ্লেক্স দেখতে খুবই চমতকার।
No comments:
Post a Comment