About Me

My Photo
Mirpur, Dhaka, Bangladesh
Email:- aktar888@gmail.com aktar888@yahoo.com Mobile Number:01717521528 My blog:- http://aktar888.blogspot.com http://helpline365.blogspot.com http://aktarbd.blogspot.com

Sample text

Monday, October 19, 2015

পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজে

আস্সালামু ওয়ালাইকুম ।
প্রিয়  বন্ধুরা ।  আমরা প্রায় সময় দেখতে পাই যে কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস এর কারনে উইন্ডোজ অপারাটিং সিস্টেম এ অনেক সময় পেন ড্রাইভ এ ফাইল থাকলেও
তা অদৃশ্য (Hide) হয়ে যায় । পেনড্রাইভ Properties-এ গেলে দেখা যায় ফাইল গুলো ঠিকই মেমরিতে জায়গা দখল করে আছে । আবার ফাইল এর বদলে ফাইল এর শর্টকাট পাওয়া যায় । এ রকম সমস্যায় পরলে Start থেকে All Programme/Accessories/Notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেত টি হুবুহু নোটপ্যাড এ লিখুন ।

 attrib -h -r -s /s /d J:\*.*
J:
del *.Ink /f/s/q
del *.exe /f/q
del Autorun.inf /f/q
C:
tree
cls
exit


এখানে শুধু Drive Letter J: এর পরিবর্তে আপনাদের PC তে যে Drive Letter টি দেখাবে সেটি টাইপ করে দিবেন যেমন- L হলে L: লিখবেন । মাই কম্পিউটার এ ঢুকে ড্রাইভ লেটার টি দেখে নিন । নোটপ্যাড এর কোন হরফ বা চিনহ পরিবর্তন করবেন না । এখন File/save as - এ গিয়ে ফাইল টি Unhide.bat নামে সেভ করুন । লক্ষ করুন Unhide নামে একটি ফাইল তৈরি হয়েছে । এরপর ফাইল টি ডাবল ক্লিক করুন । Unhide ফাইল টি চালু করার পর তা স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে । এরপর পেনড্রাইভ ওপেন করুন । দেখুন অদৃশ্য ফাইল গুলো দেখা যাচ্ছে । এটি একসঙ্গে পেনড্রাইভ এর ক্ষতিকর autorun.inf ফাইল, .exe এক্সটেনশন এর সন্দেহ জনক ফাইল এবং শর্টকাট ভাইরাস মুছে দেবে ।

No comments:

Post a Comment

 
Live MeccaLive Blogger Tricks